728x90 AdSpace

01 ট্রেডিং সেশন

এখন আপনি জানেন যে ফরেক্স কি, কেন ট্রেড করা উচিত এবং কিভাবে ফরেক্স মার্কেট পরিচালিত হয়। এখন দেখি যে কখন ট্রেড করা যায়।

এটা সত্য যে, ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে কিন্তু তার মানে এই নয় যে, সর্বদাই একটিভ থাকে।

আপনি মার্কেটে তখন ট্রেড করেন যখন আপনি মনে করেন যে, কারেন্সীর মূল্য বাড়বে অথবা কমবে। কিন্তু যখন মার্কেট বেশী মুভ করবেনা তখন ট্রেড করা আপানার জন্য অনেক কষ্টসাধ্য হতে পারে।

বিশ্বাস করেন আর না করেন, এমন কিছু সময় আছে যখন মার্কেট একবারে মুভ করে না। কোন সময় ট্রেড করার উপযোগী এই সেকশনে আমরা তা দেখবো।

মার্কেটের সময়সূচী (Market hours)

আমদের আগে জানা উচিত যে, ২৪ ঘন্টার মার্কেট কিভাবে পরিচালিত হয়। ফরেক্স মার্কেটকে ৪টি ট্রেডিং সেশনে ভাগ করা যায়। নিম্নের টেবিলটি দেখুন

লক্ষ্য করলে দেখতে পারবেন যে, ২টা ট্রেডিং সেশনের এক পর্যায়ে ২টি মার্কেট খোলা থাকে।

সাধারনত ঐসব হলো ব্যাস্ততম সময় বানিজ্যক দিনে কারন সেখানে অনেক ভলিউম ট্রেড হয় যখন দুটি মার্কেট একই সময়ে খোলা থাকে। মার্কেটের সকল অংশগ্রহনকারী কাজকর্মে লিপ্ত হয় যার মানে অনেক অর্থ আদান প্রদান হয়।

এখন আপনি হয়তো সিডনীর ওপেনের দিকে নজর দিয়েছেন আর চিন্তা করছেন যে এটা ২ ঘণ্টা শিফট করেছে কেন। চিন্তা করতে পারেন যে সিডনী ওপেন ১ ঘণ্টা পিছিয়ে যাবে যখন US যখন স্ট্যান্ডার্ড টাইম অ্যাডজাস্ট করে, কিন্তু মনে রাখবেন যখন US তাদের সময় ১ ঘণ্টা পিছিয়ে নেয় তখন সিডনী ১ ঘণ্টা সামনে যায় (অস্ট্রেলিয়াতে ঋতু উল্টা)।

চলুন দেখি যে মেজর ট্রেডিং সেশনগুলোতে গড়ে কত পিপ উঠানামা করে

pre_1430109869__screenshot_4.png


টেবিল হতে দেখবেন যে, ইউরোপিয়ান সেশনে  সবচেয়ে বেশি পিপ উঠানামা করে। এখন প্রতিটি সেশন আরো বিস্তারিতভাবে দেখি।
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 01 ট্রেডিং সেশন Rating: 5 Reviewed By: Airdrop Factory
Scroll to Top