728x90 AdSpace

06 সপ্তাহের কোন সময় ট্রেডের জন্য উপযুক্ত

সপ্তাহের কোন সময়টি ট্রেডের জন্য উপযুক্ত

আমরা এখন জানি যে, লন্ডন সেশন অন্যান্য সেশন থেকে ব্যস্ততম সময়। কিন্তু কিছু কিছু দিন আছে যা অন্যান্য দিনের চেয়ে বেশি মুভ করে। নিচের টেবিলটি দেখুনঃ




উপরের টেবিল থেকে দেখতে পারেন যে, সপ্তাহের মাঝের দিকটা সর্বোওম সময় ট্রেড করার জন্য। শুক্রবারে মার্কেটে অপ্রত্যাশিত অথবা অল্প মুভমেন্ট থাকতে পারে যেহেতু মার্কেট বন্ধ হয় ঐ দিনে।

তাই উপরের তথ্যগুলোর ওপর ভিত্তি করে, আমরা শিখলাম কখন মার্কেটে ব্যস্ততম সময় থাকে। এই ব্যস্ততম সময়ে সর্বোত্তম সময় ট্রেডের জন্য, কারন এই সময় সাফল্যের হার বাড়িয়ে দিতে পারে।

সময়ের সঠিক ব্যবহার করুন

একজনের পক্ষে ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব না। প্রত্যেকটা ট্রেডারের জানা উচিত যে সে কখন ট্রেড করা উচিত আর কখন ট্রেড না করা উচিত। আপনি আপনার ট্রেডের জন্য উপোযোগী সময় নিজে বের করে নিবেন। নিচের থেকে কিছু ধারনা নিতে পারেন যে কখন ট্রেড করা আপনার জন্য সর্বোওম।

ট্রেড করার জন্য সর্বোত্তম সময়

  • যখন দুটি সেশন ওভারল্যাপিং হয়। এই সময়তে মেজর খবর প্রকাশিত হয় যা মার্কেটে তারল্য আনে আর ট্রেন্ডের গতিধারা নির্নয় করে দেয়।
  • ইউরোপিয়ান সেশন তিনটির মধ্যে সবচেয়ে ব্যস্ততম সময়।
  • সপ্তাহের মধ্যদিকে যখন মেজর পেয়ারগুলোতে সবচেয়ে বেশী মুভমেন্ট হয়।

ট্রেডের জন্য বাজে সময়

  • রবিবার, প্রত্যেকে ঘুমায় অথবা সাপ্তাহিক ছুটি উপভোগ করে।
  • শুক্রবার US সেশনের শেষের দিকে তারল্য কমে যায়।
  • অর্ধদিবস, প্রত্যেকে তখন আরাম করে।
  • মেজর সংবাদ প্রকাশনার সময় - প্রাইস উপর-নিচ ২ দিকেই যেতে পারে।
  • যদি সন্তোষজনক সময় না খুজে পান, তাহলে আপনি swing (সুইং) or position trader (পজিশন ট্রেডার) হওয়ার চিন্তা করতে পারেন। মার্কেটে সবার জন্য জায়গা আছে।
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 06 সপ্তাহের কোন সময় ট্রেডের জন্য উপযুক্ত Rating: 5 Reviewed By: Airdrop Factory
Scroll to Top