728x90 AdSpace

05 - পিভট পয়েন্ট

প্রফেশনাল ট্রেডাররা এবং মার্কেট মেকাররা সম্ভাব্য সাপোর্ট/রেজিস্টেন্স পাওয়ার জন্য পিভট পয়েন্ট ব্যবহার করে থাকে। সহজ কথায় পিভট পয়েন্ট এবং এর সাপোর্ট/রেজিস্টেন্স লেভেলগুলোতে প্রাইস মুভমেন্টের পরিবর্তন ঘটতে পারে।

পিভট পয়েন্ট অনেকটা ফিবনাস্যির মত। অনেক ট্রেডাররা এটা ব্যবহার করে আর সেই লেভেলগুলো অনেকটা স্বপরিপূরক। ফিবনাস্যি এবং পিভট পয়েন্টের মধ্যে পার্থক্য হল যে পিভট পয়েন্ট চিন্তা নিরপেক্ষ আর ফিবনাস্যিতে হাই/লো নির্ণয়ে ভিন্নমত থাকে।

পিভট পয়েন্ট সর্টটার্ম ট্রেডারদের জন্য প্রয়োজনীয় ট্যুল। ট্রেডাররা শর্টটার্মের ট্রেডে এটা দিয়ে উপকৃত হতে পারে।

রেঞ্জবাউন্ড ট্রেডাররা পিভট পয়েন্ট ব্যবহার করে রিভার্সাল চিহ্নিত করতে পারে। ব্রেকআউট ট্রেডাররা কোন লেভেল ব্রেক করা প্রয়োজন সেটা চিনতে পারে। পিভট পয়েন্টের একটা চার্ট






চার্টে দেখতে পারছেন যে সোজা লাইন যেগুলো সাপোর্ট/রেজিস্টান্স হিসেবে ব্যবরিত হচ্ছে। কি ভালো না?
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 05 - পিভট পয়েন্ট Rating: 5 Reviewed By: Airdrop Factory
Scroll to Top