728x90 AdSpace

মার্কেট অ্যানালাইসিস কি ?




2page-img3.jpg

প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে এনালাইসিস করতে হবে এনালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন এনালাইসিস মূলত ৩ প্রকারঃ

ফান্ডামেন্টাল এনালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল এনালাইসিস (Technical Analysis)
সেন্টিমেন্টাল এনালাইসিস (Sentimental Analysis)

আপনি প্রশ্ন করতে পারনে কোন ধরনের এনালাইসিস ভাল? কিন্তু ৩ ধরনের এনালাইসিসই গুরুত্বপূর্ণ

shutterstock_105284693.jpg

এটা অনেকটা ৩ পা-ওয়ালা একটি টুলের মতযদি এর কোন একটি পা ভেঙ্গে যায়, তাহলে টুলটি ভেঙ্গে যাবে এবং আপনিও মাটিতে পড়ে যাবেনফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি এনালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারেতাই সব ধরনের এনালাইসিসই জরুরি

ফান্ডামেন্টাল এনালাইসিস

অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্তাদির ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল এনালাইসিস
ফান্ডামেন্টাল এনালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছেবেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল এনালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে
কোন দেশের বর্তমান অথবা ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা যদি ভাল হয়, তবে ঐ দেশের কারেন্সি শক্তিশালী হবেএকটি দেশের অর্থনীতি যত ভাল হবে, বিদেশি বিনিয়োগকারিরা তত ঐ দেশি বিনিয়োগ করতে আগ্রহী হবেসুতরাং তাদের ঐ দেশের কারেন্সি কিনতে হবে এবং ঐ দেশের কারেন্সির ভ্যালু আরো বৃদ্ধি পাবেবাংলাদেশের অর্থনৈথিক অবস্থা যদি আরও ভাল হত তবে আরও বিদেশি বিনিয়োগকারি এই দেশে বিনিয়োগ করতে ও ব্যবসা সম্প্রসারন করতে আগ্রহী হতফলশ্রুতিতে বাংলাদেশের টাকার ভ্যালু অনেক বেরে জেতঅন্যান্য কারেন্সির ক্ষেত্রেও একই রকম

এক কথা ফান্ডামেন্টাল এনালাইসিস হলঃ

দেশের অর্থনৈতিক অবস্থা ভাল = কারেন্সির ভ্যালু বেশী
দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ = কারেন্সির ভ্যালু কম

ধরা যাক ইউ. এস. ডলার শক্তিশালী হচ্ছে কারন আমেরিকার অর্থনীতি আগের থেকে ভাল করছেতাহলে তাদের মুদ্রাস্ফীতি (inflation) নিয়ন্ত্রন করার জন্য ইন্টারেস্ট রেট বাড়ানোর প্রয়োজন হতে পারে
অধিক ইন্টারেস্ট রেট ডলার নির্ভর অর্থনৈতিক সম্পদগুলোকে আরও আকর্ষণীয় করে তোলেতাই কেউ যদি ঐসব সম্পদ কিনতে চায় বা বিনিয়োগ করতে চায়, তবে প্রথমে তাদের ডলার কিনতে হবেআর তার ফলেই ডলারের ভ্যালু বৃদ্ধি পাবে
পরবর্তীতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের অন্য আর্টিকেলগুলোতে আপনি জানতে পারবেন বিভিন্ন নিউজ, তাদের ইফেক্ট এবং কিভাবে সেগুলো বুঝে ট্রেড করতে হয় এই সম্পর্কে

টেকনিক্যাল এনালাইসিস

টেকনিক্যাল এনালাইসিসে ট্রেডাররা প্রাইসের মুভমেন্টের ওপর ভিত্তি করে ট্রেড করে
মুল বিষয় হল একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারে, বর্তমানের প্রাইস মুভমেন্ট বুঝতে পারে এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে সে সম্পর্কে ধারনা অর্জন করতে পারে

আপনার চার্টে পূর্বের সকল প্রাইসের মুভমেন্ট চার্ট আকারে দেয়া থাকবেতাই আপনি চাইলেই পূর্বে কি হয়েছিল তা দেখতে পারবেনআপনি নিশ্চয়ই শুনেছেন, "ইতিহাস বারবার প্রতিফলিত হয়"?

টেকনিক্যাল এনালাইসিস এমনইপূর্বে যা ঘটেছিল, আমরা আশা করেতে পারি হয়তো ভবিষ্যতেও তাই ঘটতে পারেযদি কোন প্রাইস লেভেল পূর্বে সাপোর্ট বা রেসিসটেন্স হিসেবে কাজ করে থাকে, তবে ট্রেডারদের চোখ থাকবে সেই দিকে এবং তারা তার ওপর ভিত্তি করে তাদের ট্রেড করবে
টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে আমরা একই প্যাটার্ন মেলানোর চেষ্টা করি যা পূর্বে ঘটেছিলএবং যেহেতু তা পূর্বে ঘটেছিল, তাই আমরা আশা করবো এবারও হয়ত আগের মত একই জিনিস ঘটতে পারে

কেউ যখন টেকনিক্যাল এনালাইসিস কথাটি বলে, তখন আমাদের মনে সর্বপ্রথম যে কথাটি আসে তা হল চার্ট টেকনিক্যাল এনালাইসিসে চার্ট ব্যবহার করা হয় কারন চার্টের মাধ্যমেই হিস্টোরিকাল ডাটা সবচেয়ে সহজে উপস্থাপন করা যায়

আপনি ট্রেন্ড এবং প্যাটার্ন বোঝার জন্য চার্টে পূর্বের ডাটাগুলো দেখতে পারেন যা কিনা আপনাকে কিছু ভাল ট্রেডের সুযোগ এনে দিতে পারে প্রাইস প্যাটার্ন, ইন্ডিকেটরের সিগন্যাল আপনাকে মার্কেট সম্পর্কে ভাল আইডিয়া পেতে সাহায্য করতে পারে টেকনিক্যাল এনালাইসিসে বিষয়টা নির্ভর করে আপনি কিভাবে এনালাইসিস করবেন

জনি এবং রনি হয়তো একই চার্ট এবং ইন্ডিকেটর দেখে এনালাইসিসে করবে, কিন্তু তারা হয়তো একই রকম ট্রেডের আইডিয়া পাবে না, ভিন্ন ভিন্ন ট্রেডের আইডিয়া পেতে পারে
আসল কথা হল আপনাকে টেকনিক্যাল এনালাইসিসের মূল কনসেপ্ট ভালভাবে জানতে হবেআমাদের ফিবোনেসি, বোলিঙ্গার ব্যান্ড, পিভট পয়েন্ট, মুভিং এভারেজ ইত্যাদির কাজ সম্পর্কে জানতে হবে

এখন হয়তো আপনি ভাবছেন যে ফরেক্স ট্রেডাররা অনেক স্মার্টতারা ফিবোনেসিবোলিঙ্গার ব্যান্ডের মত স্মার্ট নাম জানেযেহুতু আপনি ফরেক্স ট্রেড শুরু করেছেন, তাই হয়তো আপনি ইতিমধ্যে ফেসবুকে আপনার নাম পরিবর্তন করে এখন ফিবোনেসি তানভীর কিংবা বোলিঙ্গার রাহাত রাখার কথা চিন্তা করা শুরু করে দিয়েছেন
পরবর্তীতে টেকনিক্যাল এনালাইসিসের বিভিন্ন ইন্ডিকেটর, সাপোর্ট-রেসিসটেন্স, পিভট পয়েন্ট ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে

সেন্টিমেন্টাল এনালাইসিস
প্রত্যেক ট্রেডারের কাছে নিজস্ব মতামত বা ব্যাখ্যা থাকে যে কেন মার্কেট এভাবে মুভ করছে। আমি, আপনি কিংবা প্রত্যেক পিপস শিকারি মার্কেট সম্পর্কে যা অনুভব করি এবং সে অনুসারে পজিশন নেই, এটিই পরবর্তীতে নতুন মার্কেট সেন্টিমেন্ট তৈরি করতে সাহায্য করে। মনে রাখবেন, সব ট্রেডারদের ট্রেড মার্কেটে প্রতিফলিত হয়।
তাই আপনি যদি মনের কথা শুনে ট্রেড দিয়ে থাকেন এবং মনে করে থাকেন আপনার মনের কথা শুনে বা অনুভব করে মাকের্ট সেইদিকেই যাবে তাহলে আপনার ভালোর জন্যই বলবো, আপনি কখনোই ফরেক্স মার্কেটকে আপনার পক্ষে মুভ করাতে পারবেন না। এমনকি আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে যে ডলারের দাম বাড়বে, কিন্তু সবাই যদি বিয়ারিশ (সেল) মুডে থাকে, সেখানে আপনি কিছুই করতে পারবেন না।


এটি সবর্দাই আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে মার্কেট সেন্টিমেন্ট বুঝবেন এবং আপনার ট্রেডিং স্ট্রাটেজিতে মার্কেট সেন্টিমেন্টকে কিভাবে যুক্ত করবেন।

আপনি যদি মার্কেট সেন্টিমেন্টকে উপেক্ষা করতে চান, করতে পারেন। কিন্তু তা আপনার জন্য শুধু লসই বয়ে আনবে।
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: মার্কেট অ্যানালাইসিস কি ? Rating: 5 Reviewed By: Airdrop Factory
Scroll to Top