728x90 AdSpace

02 ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট

ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট

ফিবোনাচ্চি ট্রেন্ডিং মার্কেটে সবচেয়ে ভাল কাজ করে থাকে। ট্রেডের কারন হল আপট্রেন্ডে যখন প্রইস রিট্রেস করবে তখন বাই করা। আর ডাউনট্রেন্ডে রিট্রেসমেন্টের সময় সেল করা।



fibonacci_50pc_retracement.png


কিভাবে ফিবো রিট্রেসমেন্ট ড্র করবেন?

বাই ট্রেডের জন্য: সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ফিবো টেনে নিন।

সেল ট্রেডের জন্য: সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত ফিবো টেনে নিন।

আপট্রেন্ডে ফিবো রিট্রেসমেন্ট

নিম্নের চার্টটি দেখুন। আমাদের প্রথম কাজ হল চার্টে বাই অথবা সেল সেটআপ নির্ধারন করা। চার্টে আমরা আপট্রেন্ড নির্ধারন করলাম, তাই আমরা বাই করার সিদ্ধান্ত নিলাম। এখন সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ফিবো টানি।



pre_1430280730__1.png


আমাদের উদ্দেশ্য হল রিট্রেসমেন্ট পয়েন্ট থেকে বাই করা। আমরা যে পয়েন্টে বাই করার চিন্তা করব তা হল ২৩.৬, ৩৮.২ এবং ৫০ ফিবো লেভেলে। চলুন দেখি পরবর্তীতে কি হয়।


pre_1430280759__2.png



প্রাইস কয়েকবার ৫০% ফিবো লেভেল ব্রেক করে নিচে নামতে ব্যার্থ হল। তাহলে ৫০% ফিবো লেভেল স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। তাহলে এটা কি এন্ট্রির জন্য ভাল পয়েন্ট?

ডাউনট্রেন্ডে ফিবো রিট্রেসমেন্ট

এখন আমরা ডাউনট্রেন্ড দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা সেল সেটআপ খুজব। আমরা ফিবো রিট্রেসমেন্টে সেল ট্রেডে এন্ট্রি করবো। সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত ফিবো রিট্রেসমেন্ট টানি।



pre_1430280796__3.png



আমরা ফিবো রিট্রেসমেন্টে প্রাইস কোন পর্যায়ে যেতে পারে সেই লেভেলগুলো দেখতে পাচ্ছি। চলুন পরে কি হয় দেখি।


pre_1430280822__4.png

চার্টে দেখতে পাচ্ছেন যে ৩৮.২% এবং ৫০% ফিবো লেভেল ভাল এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করেছে।

উপরের উদাহরন ২টি তে আমরা দেখতে পেয়েছি যে, ফিবো লেভেলগুলো খুব ভালো সাপোর্ট ও রেজিস্টেন্স হিসেবে কাজ করেছে। যেহেতু অনেক ট্রেডাররা এই লেভেলগুলোর দিকে নজর রাখে, সেহেতু এগুলো স্বপূরক হিসেবে কাজ করে।

একটা জিনিস মনে রাখবেন যে, প্রাইস সবসময় ওইসব লাইন থেকে ফেরৎ আসবে না। ফিবো অনেক সময় ব্যর্থ হবে। এর কারন হল মার্কেট সবসময় ট্রেন্ডিং অবস্থায় থাকে না।

টিপঃ ফিবো লেভেলে প্রাইস দেখতে চাইলে, ফিবোর প্রপার্টিজে গিয়ে ডেসক্রিপশনের xx এর পাশে (%$) টাইপ করে Ok বাটনে ক্লিক করুণ
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 02 ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট Rating: 5 Reviewed By: Airdrop Factory
Scroll to Top