728x90 AdSpace

03 লন্ডন সেশন

লন্ডন সেশন (London Session)

ঠিক যখন এশিয়ন মার্কেট বন্ধের জন্য প্রস্তুতি নেয়, তখন ইউরোপিয়ান মার্কেট দিন শুরু করে।

ইউরোপে অনেক বানিজ্যিক কেন্দ্র থাকা সত্ত্বেও লন্ডনের দিকে সবাই নজর রেখে থাকে।

ঐতিহ্যগত ভাবে, লন্ডন সর্বদাই বানিজ্য কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এর স্ট্রাটেজিক অবস্থানের কারনে।

লন্ডনকে আবার ফরেক্সের রাজধানীও বলা হয় কারন প্রতিটা মূহুর্তে হাজার হাজার লেনদেন সম্পন্ন হয় এই সেশনে। শতকরা ৩০ ভাগ ফরেক্স লেনদেন এই সেশনে সম্পন্ন হয়।



লন্ডন সেশন

নিচে কিছু ইউরোপিয়ান সেশন সম্পর্কে দেওয়া হলো:

যেহেতু লন্ডন সেশন আরো ২টি বড় বানিজ্যিক সেশনের সাথে মিলিত হয, অনেক মোটা অঙ্কের লেনদেন এই সেশনে সম্পন্ন হয়।

অনেক বেশী লেনদেন এই সেশনে সম্পন্ন হয় বলে এই সেশনটা সবচেয়ে প্রানবন্ত।

বেশীরভাগ ট্রেন্ড এই সেশনে স্থাপিত হয় আর নিউইয়র্ক সেশনে আরো বিস্তার করে।

সেশনের মধ্যভাগে তারল্য কম দেখা দিতে পারে। কারন ট্রেডাররা নিউইয়র্ক সেশনের খোলার অপেক্ষায় থাকতে পারে।

মাঝেমাঝে ট্রেন্ড বিপরীতমূখীও হতে পারে। কারন লন্ডন সেশনের ট্রেডাররা তাদের লাভ আগেই নির্ধারিত করে রাখতে পারে।
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 03 লন্ডন সেশন Rating: 5 Reviewed By: Airdrop Factory
Scroll to Top